Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রধানমন্ত্রীর ভারত সফর: গুরুত্ব পাবে যেসব ইস্যু


২ অক্টোবর ২০১৯ ২৩:০০ | আপডেট: ২ অক্টোবর ২০১৯ ২৩:৩৪

ঢাকা: নয়াদিল্লির আগ্রহে বৃহস্পতিবার (৩ অক্টোবর) চার দিনের জন্য ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্পর্ককে আরও এগিয়ে নিতে আসন্ন দ্বিপক্ষীয় সফরে দুই দেশের মধ্যে কমবেশি এক ডজন চুক্তি বা সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বুধবার (২ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে যুব ও ক্রীড়া, সংস্কৃতি, নৌ-পরিবহন, অর্থনীতি, সমুদ্র গবেষণা, পণ্যের মান নির্ধারণ, বাণিজ্য, শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অর্থনৈতিক অঞ্চলসহ আরও কয়েকটি খাতে একাধিক সমাঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।’

বিজ্ঞাপন

আরও পড়ুন- পানি-প্রতিরক্ষায় ঢাকার অবস্থান কী, জানাতে পারল না মন্ত্রণালয়

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, ‘সীমান্ত হত্যা আগের থেকে অনেক কমেছে। সীমান্তে আমরা আর একটি হত্যাকাণ্ড দেখতে চাই না। আসন্ন সফরে বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলাপ হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের সকল বিষয়ে আলাপ হবে। বৈঠকে যে বিষয়গুলো গুরুত্ব পেতে পারে, সেগুলো হচ্ছে বাংলাদেশের নাগরিকদের ভারতীয় ভিসা থাকা সাপেক্ষে আরও অবাধ যাতায়াতের ব্যবস্থা নেওয়া। সন্ত্রাসবাদ রোধ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো। সার্বিক বাণিজ্যিক এবং আর্থিক সহযোগতিা বাড়াতে চুক্তি স্বাক্ষর। বাংলাদেশে রফতানি পণ্যের ওপর আরোপিত অ্যান্টি-ডাম্পিং এবং অ্যান্টি সারকামভেনশন ডিউটি প্রত্যাহারের বিষয়ে আলোচনা। চট্টগ্রাম এবং মোংলা বন্দর ব্যবহার করে ভারত থেকে পণ্য আমদানি-রফতানির বিষয়ে এসওপি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘গঙ্গার পানি বণ্টন চুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে যৌথ উদ্যোগ নেওয়া হবে। তিস্তাসহ অভিন্ন নদীগুলোর পানি বণ্টনের বিষয়ে কাঠামোগত চুক্তি স্বাক্ষরের বিষয়ে আলোচনা। আঞ্চলিক ও উপআঞ্চলিক সহযোগিতা বাড়ানোর মধ্য দিয়ে বিবিআইএন এমভিএ চুক্তি স্বাক্ষরের বিষয়ে উদ্যোগ নেওয়া হবে। যাতে রেল, বিমান ও সড়ক পথে যোগাযোগ বাড়ে। উন্নয়ন ও জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে আলোচনা হবে। আলোচনায় রোহিঙ্গা ইস্যুও থাকবে।’

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি যৌথভাবে উদযাপনের বিষয়ে ঢাকা-নয়াদিল্লির মধ্যে আলোচনা হবে।’

নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর