Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বান্দরবানে বন্যহা‌তির আক্রমণে রোহিঙ্গা যুবকের মৃত্যু


২ অক্টোবর ২০১৯ ১৯:৪৬

বান্দরবান: বান্দরবানের সদর উপজেলায় বন্যহা‌তির আক্রমণে আবদুর রহমা‌ন নামে এক রো‌হিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার সুয়ালক ইউনিয়নের সাপ্রু পাড়ায় এই ঘটনা ঘটে। রহমানের বাড়ি ইউনিয়নে কাইচতলীতে। তার বাবার নাম মো. কালু মিয়া।

সুয়ালক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উক্যানু মারমা জানান, সাপ্রু পাড়ায় কাইচতলী এলাকার কিছু লোক কাজ করতে গিয়েছিল। এসময় বন্যহা‌তি আক্রমণ করলে ঘটনাস্থলেই আবদুর রহমানের মৃত্যু হয়।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শ‌হিদুল ইসলাম তথ্যের সত্যতা নি‌শ্চিত করেছেন।

কাইচতলী বন্যহা‌তি রোহিঙ্গা সাপ্রু পাড়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর