‘প্রধানমন্ত্রী, নিজে একবার দেখে আসুন খালেদা জিয়াকে’
২ অক্টোবর ২০১৯ ১৮:৩৯ | আপডেট: ৩ অক্টোবর ২০১৯ ০২:৫০
ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন বগুড়া-৫ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য জি এম সিরাজ।
তিনি বলেন, ‘আমি সাংবাদিকদের মাধ্যমে সংসদ সদস্য হিসেবে সংসদ নেতার কাছে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি নিজে একবার আসুন। দেখে যান আমাদের তিন বারের প্রধানমন্ত্রীকে। আমরা নিশ্চিত, আপনি যদি নিজে এসে দেখে যান বেগম খালেদা জিয়াকে, তাহলে আপনার মানবিকবোধ জাগ্রত হবে, আপনার মায়া হবে।’
আরও পড়ুন- ‘প্যারোল চান না খালেদা, বিদেশে যাওয়ার সিদ্ধান্ত জামিনের পর’
বুধবার (২ অক্টোবর) বিকেলে বিএসএমএমইউয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসে সাংবাদিকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রতি এ আহ্বান জানান তিনি। খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে জি এম সিরাজের সঙ্গে ছিলেন আরও তিন সংসদ সদস্য— ব্যারিস্টার রুমিন ফারহানা (সংরক্ষিত আসন), জাহিদুর রহমান জাহিদ (ঠাকুরগাঁও-৩) ও মোশাররফ হোসেন (বগুড়া-৪)।
দেখা করে বেরিয়ে এসে জি এম সিরাজ সাংবাদিকদের বলেন, ‘১৮ মাস হলো আমাদের নেত্রী কারাগারে। একটা সাজানো মামলায় ফরামায়েশি রায়ে উনি বন্দি। অত্যন্ত অমানবিকভাবে ম্যাডামকে বন্দি করে রাখা হয়েছে। শরীর তার অবশ। হাত-পা চালাতে পারেন না। মাথার চুল আঁচড়াতে পারেন না। বাথরুমে যেতে পারেন না। নিজে খেতে পারেন না। সব কিছুতে সাহায্য নিতে হয়।’
আরও পড়ুন- খালেদাকে দেখতে বিএসএমএমইউতে বিএনপির ৪ এমপি
খালেদা জিয়াকে দেখতে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির এই সংসদ সদস্য বলেন, ‘আমি বিশ্বাস করি রাজনৈতিক বন্দি আমাদের নেত্রী। এখানে রাজনৈতিক সিদ্ধান্তের দরকার। মাননীয় প্রধানমন্ত্রী, আমলাতান্ত্রিক পরামর্শ না নিয়ে দয়া করে রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে আপনি আমাদের নেত্রীকে ছেড়ে দিন। জামিনে ব্যবস্থা করে দিন।’
রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না উল্লেখ করে জি এম সিরাজ বলেন, ‘সংসদের নেতা হিসেবে আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের ম্যাডামকে মুক্তি দিন। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বিব্রতবোধ করেন ম্যাডামের জামিনের বিষয়ে। সে কারণেই এখানে রাজনৈতিক সিদ্ধান্ত চলে আসে। আলটিমেটলি পলিটিক্যাল সিদ্ধান্ত ছাড়া মুক্তি সম্ভব না।’
সরকারের সঙ্গে কোনো নেগোসিয়েশন হচ্ছে কি না?— জানতে চাইলে তিনি বলেন, ‘নেগোসিয়েশনের ব্যাপারে আমরা জানি না। এ পর্যায়ে তো আমরা মিট করতে পারি না। সংসদে সত্যিকার বিরোধী দল আমরা কয়েকজনই। সত্যিকার অর্থে রাস্তার যে বিরোধী দল, জনগণের যে বিরোধী দল— সেটা আমরা এই কয়েকজনই। বিরোধী দল হিসেবেই সংসদ নেতার কাছে আমাদের ম্যাডামের মুক্তির বিষয়টি তুলে ধরছি।’
সাংবাদিকদের জি এম সিরাজ ও রুমিন ফারহানা জানান, দীর্ঘ দিন কারাভোগের কারণে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলেও প্যারোল চান না বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার সিদ্ধান্ত আইনি প্রক্রিয়ায় জামিন হওয়ার পর নেবেন তিনি।
খালেদা জিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান বিএনপি বিএসএমএমইউ