প্রধানমন্ত্রীর ভারত সফরসঙ্গী ঢাবি উপাচার্য
২ অক্টোবর ২০১৯ ১৮:০৫ | আপডেট: ২ অক্টোবর ২০১৯ ১৮:১৫
ভারতের আগ্রহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটিতে সফরে যাচ্ছেন আগামীকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর)। এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ভারত যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
বুধবার (২ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন- প্রধানমন্ত্রীর দিল্লি সফরে আলোচনায় তিস্তা-রোহিঙ্গা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে শনিবার (৫ অক্টোবর) পর্যন্ত দিল্লিতে ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডাব্লিউইএফ)’ আয়োজিত ‘ইন্ডিয়া ইকোনমিক সামিট- ২০১৯’-এ অংশ নিতে উপাচার্য ড. আখতারুজ্জামান প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হবেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সফর শেষে আগামী রোববার (৬ অক্টোবর) উপাচার্য দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। উপাচার্যের অনুপস্থিতিতে উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ তার নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করবেন।
টপ নিউজ ঢাবি উপাচার্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সফরসঙ্গী