Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরির বয়স ৩৫ করার দাবি, মহাসমাবেশ ও গণ অনশনের ডাক


২ অক্টোবর ২০১৯ ১৪:৩৯

ঢাকা: সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করা সহ ৪ দফা দাবিতে মহাসমাবেশ ও গণ অনশনের ঘোষণা দিয়েছেন  বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদ।

বুধবার (২ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে ডাকা সংবাদ সম্মেলন আগামী ২৫ শে অক্টোবর মহাসমাবেশ ও ২৬ শে অক্টোবর গণ অনশনের ডাক দেন সংগঠনটির প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী।

সংবাদ সম্মেলনে যে চার দফা দাবি তুলে ধরা হয় সেগুলো  হলো- চাকরিতে আবেদনের বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করা। চাকরির আবেদন ফি কমিয়ে ৫০ থেকে ১০০ টাকার মধ্যে ঠিক করা। চাকরির নিয়োগ পরীক্ষাগুলো জেলা কিংবা বিভাগীয় পর্যায়ে নেওয়া। চাকরির নিয়োগ প্রক্রিয়া তিন থেকে ছয় মাসের মধ্যে শেষ করা এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সাধারণ ছাত্র কল্যাণ পরিষদ প্রধান সমন্বয়ক মুজাম্মেল মিয়াজী। তিনি বলেন, ‘চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০ বছর থেকে ৩৫ বছরে উন্নীত করা সময়ের একটি যৌক্তিক দাবি। ডিজিটাল বাংলাদেশের শিক্ষার্থী ও যুব সমাজের কথা বিবেচনায় এনে এই চার দফা দাবি খুব দ্রুত মেনে নেওয়া উচিত।

চাকরির বয়স ঢা‌বি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর