বঙ্গবন্ধু স্যাটেলাইটের বাণিজ্যিক সেবা উদ্বোধন
২ অক্টোবর ২০১৯ ১২:০৬ | আপডেট: ২ অক্টোবর ২০১৯ ১৪:৫৩
ঢাকা: দেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’-এর বাণিজ্যিক সেবা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন থেকে দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেল এই সেবা পূর্ণাঙ্গভাবে ব্যবহার করে তাদের অনুষ্ঠান সম্প্রচার করবে।
বুধবার (২ অক্টোবর) রাজধানীর হোটেল সোনারগাঁও থেকে তিনি বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর বাণিজ্যিক সেবা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
এ সময় শেখ হাসিনা বলেন বলেন, ‘আজ আমি খুবই আনন্দিত এই কারণে যে, দেশের সব টিভি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বাণিজ্যিক কার্যকম শুরু করল। আশা করি এতে ইলেকট্রনিক সম্প্রচার মাধ্যমগুলোর অনেক বাধা দূর হবে। পরনির্ভরশীলতা থাকবে না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘স্যাটেলাইট ভাড়া দেওয়ার জন্য আমরা আশপাশের দেশগুলোর কাছেও অফার করেছি। তারাও চাইলে স্যাটেলাইটের ট্রান্সপন্ডার ভাড়া নিতে পারবে। এখান থেকেও আমরা অর্থ উপার্জন করতে পারব। এই স্যাটেলাইটের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে খুব সহজেই বার্তা পৌঁছে যাবে’।
ডিজিটাল বাংলাদেশের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বাংলা সাহিত্যের ছাত্রী, ‘ডিজিটাল’ শব্দটি আমি জানতাম না। এই শব্দটা আমাকে দিয়েছে সজীব ওয়াজেদ জয়।’
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, অ্যাটকোর প্রেসিডেন্ট অঞ্জন চৌধুরী, ডাক ও টেলিযোগ মন্ত্রণালয়ের সচিব অশোক রায় চৌধুরী।
এ সময় বিসিএসসিএলের চেয়ারম্যান শাহজাহান মাহমুদ প্রধানমন্ত্রীর কাছে টেলিভিশন চ্যানেগুলোর সাথে বাণিজ্যিক চুক্তিপত্র হস্তান্তর করেন। এরপর প্রধানমন্ত্রীও অ্যাটকোর প্রেসিডেন্ট অঞ্জন চৌধুরীর কাছে চুক্তিপত্রগুলো হস্তান্তর করেন। এছাড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং অ্যাটকোর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে ক্রেস্ট দেওয়া হয়।
বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বাণিজ্য সেবা উদ্বোধনের মধ্য দিয়ে দেশের সম্প্রচার শিল্প এক নয়া অধ্যায়ে প্রবেশ করল। স্যাটেলাইটটি ব্যবহারে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। স্থানীয় টিভি চ্যানেলগুলো ভাড়া হিসেবে ব্যবহার করবে।
এর আগে গত ১৯ মে বিসিএসসিএল ছয়টি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করে। এই টিভি চ্যানেলগুলো হচ্ছে, সময় টিভি, যমুনা টিভি, দীপ্ত টিভি, বিজয় বাংলা, বাংলা টিভি ও মাই টিভি। পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেল বিটিভির চারটি চ্যানেল বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ব্যবহার করে এরই মধ্যে অনুষ্ঠান সম্প্রচার শুরু করেছে।
দেশের সব টিভি চ্যানেল তাদের অনুষ্ঠান সম্প্রচারের জন্য বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর ৫টি ট্রান্সপন্ডারের সামর্থ্য প্রয়োজন হবে। এছাড়াও বেক্সিমকো গ্রুপের কোম্পানি আকাশ ছয়টি ট্র্যান্সপন্ডার ভাড়া নিয়ে ডাইরেক্ট টু হোম বা ডিটিএইচ স্যাটেলাইট টিভিতে অনুষ্ঠান সম্প্রচার করছে।
ফ্রান্সের প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া স্পেস গত নভেম্বর মাসে বিএস-১ এর নিয়ন্ত্রণ কর্তৃত্ব বিসিএসসিএল’র কাছে হস্তান্তর করে। ২০১৮ সালের ১২ মে ফ্লোরিডা থেকে এটি মহাকাশে উৎক্ষেপণ করা হয়। বিএস-১ এর প্রথম পরীক্ষামূলক সম্প্রচার করা হয়, ২০১৮ সালে অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ) চ্যাম্পিয়ন-২০১৮ অনুষ্ঠান সফল সম্প্রচারের মাধ্যমে।
পাশাপাশি বিসিএসসিএল প্রতিবেশি চারটি দেশসহ ছয়টি দেশে বিএস-১ এর বাজারজাত ও বিক্রয়ের জন্য আন্তর্জাতিক কনসালটেন্সি ফার্ম থাইকন দুই বছরের জন্য ভাড়া করা হয়। থাই ফার্মটি বতর্মানে বিশ্বের ২০টি দেশে কাজ করছে। ১১৯.১ পূর্ব জিওস্টেশনারি স্লটে অবস্থিত বিএস-১ সার্ক দেশসমূহ এবং ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মিয়ানমার, তাজিকিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তুর্কিস্তান এবং কাজাখস্তানের কিছু অংশ কাভার করবে। ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, শ্রীলঙ্কা, নেপাল এবং ভুটান বেশি কভারেজ পাওয়ায় এই ছয়টি দেশ প্রাথমিকভাবে ব্যবসার জন্য আগ্রহ প্রকাশ করেছে। টিভি চ্যানেলগুলোর জন্য ডাইরেক্ট টু হোম সাভির্সসহ স্যাটেলাইটগুলো পরিচালিত হবে।