সাবমেরিন থেকে মিসাইল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া
২ অক্টোবর ২০১৯ ০৯:২২
উত্তর কোরিয়া সাবমেরিন থেকে একটি ব্যালেস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে। বুধবার (২ অক্টোবর) উত্তর কোরিয়ার সামরিক কর্তৃপক্ষের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।
উত্তর কোরিয়ার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মিসাইলটি ওনসান বন্দরের কাছাকাছি কোনো এক জায়গা থেকে উৎক্ষেপণ করা হয়। তারপর ভূমি থেকে ৯১০ কিলোমিটার উচ্চতা দিয়ে ৪৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে মিসাইলটি জাপান সাগরে পতিত হয়েছে।
এর কয়েকঘন্টা আগেই, পিয়ংইয়ং ঘোষণা দিয়েছিল পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুতে শুক্রবার (৪ অক্টোবর) থেকে ওয়াশিংটনের সাথে পুনরায় আলোচনায় বসবে তারা।
দক্ষিণ কোরিয়া ভিত্তিক ইয়োনহাপ নিউজ এজেন্সিকে উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানিয়েছে, উৎক্ষেপিত ব্যালেস্টিক মিসাইলটি সাবমেরিন থেকে ছোঁড়ার সম্ভাবনা বেশি।
অবশ্য বুধবার (২ অক্টোবর) গ্রীনিচ মান সময় সকালে খবর এসেছিল উত্তর কোরিয়া দুইটি মিসাইল উৎক্ষেপণ করেছে। যার মধ্যে অন্তত একটি জাপান সাগরে পতিত হয়েছে।
প্রসঙ্গত, উত্তর কোরিয়ার সামগ্রিক প্রশাসনিক ব্যবস্থাই এমন যে, কোনো তথ্য সরকারি পর্যায় থেকে প্রান্তিক পর্যায়ে আসতে অনেক সময় পেরিয়ে যায়।
উত্তর কোরিয়া ওনসান জাপান সাগর টপ নিউজ ব্যালেস্টিক মিসাইল সাবমেরিন