Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গত মাসে ৪১ কোটি টাকার মাদক-চোরাচালানের পণ্য জব্দ করেছে বিজিবি


১ অক্টোবর ২০১৯ ২২:৪৮

ঢাকা: দেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে অভিযান চালিয়ে সেপ্টেম্বর মাসে প্রায় ৪১ কোটি টাকার চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১ অক্টোবর) সংস্থাটির জনসংযোগ বিভাগের কর্মকর্তা শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সেপ্টেম্বর মাসজুড়ে দেশের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মাদক, চোরাচালানের পণ্য এবং অস্ত্র জব্দ করা হয়। যারা বাজার মূল্য মোট ৪১ কোটি ৩০ লাখ ৮ হাজার টাকা।

বিজ্ঞাপন

এর মধ্যে রয়েছে ৩ লাখ ৬৩ হাজার ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৩ হাজার ১৭৭ বোতল ফেনসিডিল, ৫ হাজার ৭৯৫ বোতল বিদেশি মদ, ১৬৭ লিটার চোলাই মদ, ৫৫৫ ক্যান বিয়ার, ৫৩২ কেজি গাঁজা, ১ কেজি ২৫০ গ্রাম হেরোইন, ১৮ হাজার ২৯৮ পিস অ্যানেগ্রা-সেনেগ্রা ট্যাবলেট, ২ হাজার ৯৪১ অ্যাম্পুল আমদানি নিষিদ্ধ ও অবৈধ প্রক্রিয়ায় আনা ইনজেকশন এবং অন্যান্য ১ লাখ ৫৬ হাজার ১০১ পিস ট্যাবলেট ওষুধ— জানান শরিফুল ইসলাম।

তিনি আরও জানান, গত মাসে ১ কেজি ৮২০ গ্রাম সোনা, ৯ কেজি রুপা, ৯ হাজার ৫১টি ইমিটেশন গহনা, ৫১ হাজার ৯৪০ পিস কসমেটিক্স সামগ্রী, ২ হাজার ২৩১ পিস শাড়ি, ৯৪০ সেট থ্রি-পিস ও শার্ট পিস, ১ হাজার ৪৭০টি তৈরি পোশাক, ৩টি পিতলের মূর্তি, ৯ হাজার ২৪৫ ঘনফুট কাঠ ও ৪ হাজার ৯৩০ পিস লম্বা আকৃতির কাঠ, ১২ হাজার ৬৪১ কেজি চা পাতা, চোরাচালানে ব্যবহৃত ১৪টি ট্রাক, ৪টি পিকআপ ভ্যান, দু’টি প্রাইভেটকার, ১১টি সিএনজিচালিত ও ইঞ্জিনচালিত অটোরিকশা এবং ৪৭টি মোটরসাইকেল জব্দ করেন বিজিবি সদস্যরা। জব্দ হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে একটি পিস্তল, ৪টি বন্দুক এবং ৭ রাউন্ড গুলি।

বিজিবি’র এই কর্মকর্তা জানান, মাদক পাচার ও চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২৪৪ জন এবং অবৈধভাবে সীমান্ত পার হওয়ায় ৮৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

চোরাচালানের পণ্য জব্দ বিজিবি মাদকদ্রব্য জব্দ রুপা জব্দ সীমান্ত সোনা জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর