Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২ অক্টোবর থেকে ঢাবিতে অষ্টম ‘জাতীয় ছায়া জাতিসংঘ’


১ অক্টোবর ২০১৯ ২২:১২ | আপডেট: ১ অক্টোবর ২০১৯ ২২:৩১

অষ্টমবারের মতো ‘ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ ২০১৯’ আয়োজন করতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংগঠন (ডিইউমুনা)। আগামী ১২ অক্টোবর শুরু হয়ে এই অধিবেশন চলবে ১৪ অক্টোবর পর্যন্ত।

জাতিসংঘের আদলে অনুষ্ঠিত হতে যাওয়া এবারের অধিবেশনের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘বাণিজ্য বিকাশকে শক্তিশালী করে বৈশ্বিক বৈষম্য হ্রাস করা’।

মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিইউমুনা নেতারা।

সংগঠনের সভাপতি চৌধুরী মুজাদ্দিদ আহমদের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অধিবেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল সৈয়দা সুখাইনা মুমতারিন।

লিখিত বক্তব্যে সৈয়দা সুখাইনা মুমতারিন বলেন, আগামী ১২ অক্টোবর অধিবেশনের উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এসময় আরও উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার, জাপানের রাষ্ট্রদূত হিরোয়াসু ইজুমি ও জাতিসংঘের বাংলাদেশ শাখার কো-অর্ডিনেটর মিয়া সেপ্পোসহ অন্যরা।

সুখাইনা মুমতারিন আরও জানান, তিন দিনব্যাপী আয়োজনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিকল্পনামন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে জাতিসংঘের তথ্যকেন্দ্রের ন্যাশনাল ইনফরমেশন অফিসার মো. মনিরুজ্জামান, ডিইউমুনার মডারেটর অধ্যাপক ড. দেলোয়ার হোসেন উপস্থিত থাকবেন।

অধিবেশনের মহাসচিব চৌধুরী মুজাদ্দিদ আহমদ জানান, অষ্টমবারের মতো আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশের পাঁচ শতাধিক প্রতিযোগী ছাড়াও ভারত, নাইজেরিয়া, লেবানন, সোমালিয়া, নেপাল ও আফগানিস্তান থেকে প্রতিযোগীরা এই সম্মেলনে যোগ দেবেন।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞানগত দক্ষতা বাড়ানো ও সমস্যা সমাধানে তাদের ধারণা তৈরির লক্ষ্যে ২০১২ সাল থেকে ডিইউমুনা এই ছায়া জাতিসংঘ অধিবেশন আয়োজন করে আসছে বলে জানান সংগঠনটির নেতারা।

সংবাদ সম্মেলনে অধিবেশনের আন্ডার সেক্রেটারি জেনারেল কাশাফাত আহসানসহ সংগঠনের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

ছায়া জাতিসংঘ ডিইউমুনা ঢাকা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর