Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইবিসিএমএল-এর মার্চেন্ট ব্যাংকিংয়ের যাত্রা শুরু


১ অক্টোবর ২০১৯ ১৯:২৫

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইবিসিএমএল) মার্চেন্ট ব্যাংকিং বিজনেসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাহবুব উল আলম রাজধানীর দিলকুশায় আইবিসিএমএল’র প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে এই সেবার উদ্বোধন করেন।

বিজ্ঞাপন

ইসলামী ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা। এসময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মো. ইয়াহিয়া; জে কিউ এম হাবিবুল্লাহ, এফসিএস, হাসনে আলম, মো. আব্দুল জব্বার, মো. ওমর ফারুক খান ও মো. সালেহ ইকবাল এবং আইবিসিএমএল’র এমডি ও সিইও মোহাম্মদ আবদুর রহিম, এফসিএসহ ব্যাংক ও আইবিসিএমএল’র নির্বাহী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসলামী ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট মার্চেন্ট ব্যাংকিং