Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ধাক্কা দিয়ে ঝগড়া করে, কেড়ে নেয় মোবাইল-টাকা’


১ অক্টোবর ২০১৯ ১৮:২৩

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অভিনব কৌশলে ছিনতাই করে বেড়ানো চার যুবককে গ্রেফতারের কথা জানিয়েছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরা রাস্তায়-ফুটপাতে পথচারীকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে ঝগড়া বাধায় এবং একপর্যায়ে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-মোবাইল ছিনতাই করে নেয়।

মঙ্গলবার (১ অক্টোবর) চারজনকে নগরীর ফরেস্ট গেইট ও চট্টগ্রাম শপিং কমপ্লেক্সের আশপাশের এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মুহাম্মদ রুহুল আমীন।

বিজ্ঞাপন

গ্রেফতার হওয়া চারজন হলেন- মো. আরিফ (২৬), মো.আরমান (২৪), আল মাহিন (২২) ও রবিউল আলম (২০)।

গোয়েন্দা কর্মকর্তা রুহুল আমীন সারাবাংলাকে বলেন, ‘এরা গ্যাং কালচার মেইনটেইন করে। রাস্তায়-দোকানের সামনে আড্ডা দেয়। নিরীহ পথচারী দেখলে তাকে ইচ্ছে করে ধাক্কা দেয়। তারপর ঝগড়া শুরু করে। একপর্যায়ে লোকজন জড়ো হলে ওই ব্যক্তিকে সমঝোতার কথা বলে নির্জন স্থানে নিয়ে যায়। তারপর অস্ত্রের ভয় দেখিয়ে মোবাইল-টাকা কেড়ে নেয়। এই ধরনের বেশ কয়েকটি ছিনতাইয়ের অভিযোগ পেয়ে আমরা তাদের গ্রেফতার করেছি। তাদের কাছ থেকে ছোরা উদ্ধার করা হয়েছে।’

গ্রেফতার চারজনের মধ্যে আরিফ একটি হত্যা মামলার আসামি। ২০১৬ সালের মার্চে চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ সোহেল হত্যা মামলায় আরিফ গ্রেফতার হয়ে কারাগারে ছিল। জামিনে বেরিয়ে সে ছিনতাই চক্রে জড়িত হয় বলে জানান গোয়েন্দা কর্মকর্তা রুহুল আমীন।

চট্টগ্রাম ছিনতাইকারী মোবাইল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর