Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জনগণের কল্যাণ নিশ্চিত হলে এসডিজি অর্জন সহজ হবে’


১ অক্টোবর ২০১৯ ১৮:১৪ | আপডেট: ১ অক্টোবর ২০১৯ ১৮:২২

ঢাকা: জনগণের কল্যাণ নিশ্চিত হলে টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন সহজ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

তিনি বলেন, সংসদ ও সংসদ সদস্যদের সাধারণ মানুষের জন্য কাজ করার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে সুশাসনের বিষয়টি নিশ্চিত করতে সংসদ সদস্যদের দায়িত্বও বেড়ে গেছে। তাই সংসদ সদস্যদের সক্ষমতা বাড়িয়ে সুশাসন প্রতিষ্ঠা ও এসডিজি অর্জনে গতিশীলতা আনতে আন্তরিকভাবে কাজ করতে হবে। এর মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত হলে এসডিজি অর্জন সহজ হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ অক্টোবর) সংসদ ভবনের শপথ কক্ষে সংসদ সদস্যদের জন্য এসডিজি বাস্তবায়ন বিষয়ক ‘ব্রেইনস্টর্মিং সেশনে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় তিনি সংসদ সদস্যদের নিয়ে এসডিজি সেল গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

এসডিজি অর্জনে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন স্পিকার বলেন, দেশের মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। এসডিজি অর্জনে সহায়ক ভূমিকা রাখছে এসব কর্মসূচি। বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে, সে ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে এসডিজি অর্জনেও বাংলাদেশ সফল হবে বলে আশাবাদ জানান তিনি।

জনগণের সার্বিক কল্যাণে কর্মপরিকল্পনা গ্রহণে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আপনারা দেশের উন্নয়ন অগ্রাধিকার ও বৈশ্বিক উন্নয়ন এজেন্ডাকে সামনে রেখে এসডিজি অর্জনে নিজ নির্বাচনি এলাকায় কর্মপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবেন।

এসডিজি অর্জনে সংসদীয় আসনভিত্তিক ট্র্যাকারকে (Constituency Tracker) উদ্ভাবনী উদ্যোগ উল্লেখ করে স্পিকার বলেন, এর মাধ্যমে আসন ভিত্তিক এসডিজি’র অগ্রগতি সহজেই নিরুপণ করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী, ইউএনডিপি’র এশিয়া প্যাসিফিক অঞ্চলের ফোকাল পয়েন্ট চার্লস স্যুভেল, ইউএনডিপি’র কলসালট্যান্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র রাদওয়ান সিদ্দিক ববি ও অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের রমিজ উদ্দিন।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক আলী আশরাফ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আ ফ ম রুহুল হক, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আ স ম ফিরোজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামসুল হক টুকু, সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপি রুস্তুম আলী ফরাজি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী  কমিটির সভাপতি মেহের আফরোজ আলোচনায় অংশ নেন।

এসডিজি বাস্তবায়ন বিষয়ক ব্রেইনস্টর্মিং সেশনে উন্মুক্ত আলোচনা পর্বে সংসদ সদস্যরা তাদের গুরুত্বপূর্ণ অভিমত তুলে ধরেন। অনুষ্ঠানে ২০ জন সংসদ সদস্য অংশ নেন।

এসডিজি এসডিজি অর্জন এসডিজি বাস্তবায়ন এসডিসি ট্র্যাকার ব্রেইনস্টর্মিং সেশন সংসদীয় আসনভিত্তিক ট্র্যাকার