অবৈধ বাংলাদেশিদের শনাক্ত করতে উত্তর প্রদেশে হবে অভিযান
১ অক্টোবর ২০১৯ ১৭:৩৬ | আপডেট: ২ অক্টোবর ২০১৯ ০৯:২৭
অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে ভারতের উত্তর প্রদেশে অভিযান চালাবে রাজ্যটির পুলিশ প্রশাসন। এজন্য সেখানে অবৈধ বসবাসকারী অন্যান্য দেশ ও বাংলাদেশিদের তথ্য চেয়েছে কেন্দ্রীয় সরকার। পরিচয় নিশ্চিতের পর অবৈধ বসবাসকারীদের ফেরত পাঠানো হবে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুস্থান টাইমসের খবরে মঙ্গলবার (০১ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।
উত্তর প্রদেশ পুলিশের ডিজিপি ওপি সিং এ বিষয়ে জেলা পুলিশ অফিসারদের বিস্তারিত দিক নির্দেশনা দিয়েছেন। বিভিন্ন ক্যাম্প, বস্তি ও রেলস্টেনের পাশে বসবাসকারীদের নাগরিকত্ব যাচাই করতে বলেছেন। অন্যান্য প্রদেশের নাম ভাঙিয়ে অনেকে অবৈধভাবে উত্তর প্রদেশে এসে অবস্থান করছে বলেও ডিজিপি সতর্ক করে দিয়েছেন। এক্ষেত্রে বিস্তারিত তথ্য যাচাইয়ের নির্দেশ দিয়েছেন তিনি।
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি ভারত, বিপক্ষে চীন
যদি কোনো বসবাসকারী অবৈধ কাগজপত্র জোগাড় করে তবে কীভাবে তা সম্ভব হলো তাও অনুসন্ধানের নির্দেশ দেওয়া হয়েছে লিখিত ওই পত্রে। ভারতের যেসব নাগরিক এসব কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন ডিজিপি ওপি সিং।
এছাড়া সন্দেহভাজনদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে তা সংগ্রহ করতে পুলিশকে দেওয়া হয়েছে নির্দেশনা।