Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেলিম প্রধানের বাসা থেকে টাকা, চেক, মদ, হরিণের চামড়া জব্দ


১ অক্টোবর ২০১৯ ১৬:৫৩ | আপডেট: ১ অক্টোবর ২০১৯ ১৭:৪১

ঢাকা: বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূল হোতা সেলিম প্রধানের বাসায় অভিযান চালিয়ে বাংলাদেশি ৭ লাখ টাকা, ২৩ দেশের ৭৭ লাখ টাকা সমমূল্যের মুদ্রা, ৮ কোটি টাকার চেক ও হরিণের দুইটি চামড়া জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।এ ছাড়া তার বাসা থেকে বেশ কয়েক বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে গুলশান-২ এ সেলিম প্রধানের বাসা থেকে এগুলো জব্দ করা হয়।

সেলিম প্রধান রূপালী ব্যাংকের শীর্ষ ঋণখেলাপিদের একজন। তার কাছে রাষ্ট্র মালিকাধীন এই ব্যাংকটির পাওনা প্রায় একশ কোটি টাকা। বিভিন্ন ব্যাংকের চেক ছাপানোর কাজটি করত সেলিমের মালিকাধীন জাপান-বাংলাদেশ প্রিন্টিং অ্যান্ড পেপার্স। এছাড়া বিভিন্ন অফিসিয়াল কাগজপত্র তার প্রতিষ্ঠানে ছাপানো হতো।

র‌্যাব জানিয়েছে, সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে সেলিম প্রধানের বাসায় অভিযান চালায় র‌্যাবের একটি টিম। মঙ্গলবার বিকেল ৪টায় অভিযান শেষ হয়। সবমিলিয়ে র‌্যাব ওই বাসাটিতে ১৮ ঘণ্টা অভিযান চালায়।

এছাড়া সেলিম প্রধানের ব্যক্তিগত কর্মকর্তা আখতারুজ্জামানের বনানীর বাসা থেকে ২১ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করেছে র‌্যাব।

অলাইন ক্যাসিনো ক্যাসিনো গুলশান সেলিম প্রধান

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর