তাইওয়ানে তেলের ট্যাংকারের ধাক্কায় ব্রিজ ভেঙে আহত ১৪
১ অক্টোবর ২০১৯ ১১:০০ | আপডেট: ১ অক্টোবর ২০১৯ ১২:২৭
তাইওয়ানে সুয়াও জেলার ইলান কাউন্টের নানফ্যাংগাও ব্রিজের নিচ দিয়ে একটি তেলের ট্যাংকার যাওয়ার সময় ধাক্কা লেগে ব্রিজটি ভেঙে পড়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় একটি মাছধরা নৌকার ওপর ব্রিজটি ভেঙে পড়ে। এ ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। নিখোঁজদের উদ্ধার করতে অভিযান চলছে। কোস্টগার্ডের বরাতে এ খবর জানিয়েছে দ্য ডেইলি মিরর।
পরে ওই তেলের ট্যাংকারটিতে আগুন ধরে যায়। আর মাছধরা নৌকার ভেতরে কয়েকজন আটকা পড়ে আছেন।
এদিকে, সুয়াও জেলার মাছধরা সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, আটকে পড়াদের উদ্ধারে কাজ শুরু করেছে উদ্ধারকারী দল।
কর্তৃপক্ষের বরাতে জানানো হয়েছে, ১৯৯৮ সালে ব্রিজটি বানানো হয়েছিল। ১৩১ ফুট দৈর্ঘ্যের এই ব্রিজটিই দক্ষিণ এশিয়ার একমাত্র একখিলান বিশিষ্ট ব্রিজ হিসেবে পরিচিত ছিল। ব্রিজটি কেন ভেঙে পড়লো, কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে।