Wednesday 22 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাসজুড়ে বিনামূল্যে স্তন স্ক্রিনিং সেবা কমিউনিটি অনকোলজি সেন্টারে


৩০ সেপ্টেম্বর ২০১৯ ২০:২৬

ঢাকা: অক্টোবর মাসজুড়ে বিনামূল্যে স্তন স্ক্রিনিং সেবা দেবে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম। আগামী ১০ অক্টোবর স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই উদ্যোগের সঙ্গে যৌথভাবে অংশগ্রহণ করছে ৬১টি রোটারি ক্লাব।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কর্মসূচি কথা জানানো হয়।

জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যান্সার ইপিডেমিওলজি বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আমরা মনে করি শুধু সরকার, চিকিৎসক কিংবা ক্যান্সার সংগঠনের পক্ষে স্তন ক্যান্সার নিয়ন্ত্রণের বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয়। সবাইকে এগিয়ে আসতে হবে। তারই অংশ হিসেবে বিনামূল্যে মাসব্যাপী স্তন স্ক্রিনিং সেবা দেওয়া উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর লালমাটিয়া এলাকার বি-ব্লকে কমিউনিটি অনকোলজি সেন্টারে এই সেবা পাওয়া যাবে। প্রতিদিন দুপুর ৩টা থেকে বিকেল ৫টা এবং শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত একজন নারী চিকিৎসক স্ক্রিনিং সেবা দেবেন।

এবার সচেতনতা বাড়াতে এবং স্তন ক্যান্সার স্ক্রিনিং কার্যক্রমে উৎসাহিত করার ওপর জোর দেওয়া হয়েছে। বিভিন্ন পর্যায়ে সরকারি প্রায় ৪শ হাসপাতালে ভায়া সেন্টারে ক্লিনিক্যাল ব্রেস্ট একজামিনেশনের ব্যবস্থা রয়েছে। এই বিষয়টি অনেকেই জানেন না। এটা সবাইকে জানানোর ব্যবস্থা নেওয়া হয়েছে— বলেন ডা রাসকিন।

আয়োজকরা জানান, বাংলাদেশে নারীদের মধ্যে স্তন ক্যান্সারের স্থান শীর্ষে। শতকরা ১৯ ভাগ। নারী-পুরুষ মিলিয়ে স্তন ক্যান্সারে আক্রান্তের হার শতকরা ৮ দশমিক ৫ ভাগ। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অব ক্যান্সার (আইএআরসি) বলছে, বাংলাদেশে প্রতিবছর ১২ হাজার ৭৬৪ জন স্তন ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন।

বিজ্ঞাপন

স্তন ক্যান্সার স্তন স্ক্রিনিং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর