Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে আত্মহত্যার বিপক্ষে সচেতনতা সমাবেশ


৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫৭

আত্মহত্যার বিপক্ষে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সচেতনতা সমাবেশ করেছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে দেশের কয়েকটি সরকারি ও বেসরকারি বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীরা ‘আচঁল ফাউন্ডেশন’ নামের একটি সংগঠনের ব্যানারে এই সমাবেশ করেন।

বিজ্ঞাপন

সমাবেশে ফাউন্ডেশনের সভাপতি মো. তানসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সাধারণত হতাশা ও আবেগ জনিত কারণে আত্মহত্যা করছে। আত্মহত্যার কয়েকটি ধাপ রয়েছে। আমরা চেষ্টা করি প্রাথমিক ধাপেই বিভিন্ন মানসিক ট্রিটমেন্ট প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা রোধ করতে।’

আত্মহত্যার বিপক্ষে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্বিবদ্যালয়ে ‘আচঁল ফাউন্ডেশন’ কাজ করে যাচ্ছে বলে জানান তানসান।

সমাবেশে শিক্ষার্থীদের মাঝে আত্মহত্যার বিপক্ষে সচেতনতা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘আমরা পাশে আছি, আত্মহত্যা কষ্ট দূর করে না’, ‘আপনি বলুন আমরা শুনছি’, ‘আত্মহত্যা সমাধান হয়, আপনার অনুভূতিগুলো শেয়ার করুন’ ইত্যাদি প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

প্রসঙ্গত, ‘আঁচল ফাউন্ডেশন’ একটি বেসরকারি অলাভজনক সংগঠন যা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানসিক সমস্যা সমাধানে কাজ করে।

আত্মহত্যা ঢা‌বি সমাবেশ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর