Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের জাতীয় দিবসে বর্ণাঢ্য সামরিক মহড়ার প্রস্তুতি


৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪৭

চীনে কমিউনিস্ট পার্টি শাসনের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া আয়োজিত হতে যাচ্ছে। মঙ্গলবার ( ১ অক্টোবর) বেইজিং নিজেদের তৈরি অস্ত্রশস্ত্রের এক বর্ণাঢ্য প্রদর্শনীর প্রতিশ্রুতি দিয়েছে। খবর বিবিসির।

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, তিয়েনআমেন স্কয়ারে সামরিক মহড়ার মাধ্যমে উদযাপন শুরু হবে। সেখানে সরকারি কর্মকর্তা, বাছাইকৃত জনপ্রতিনিধি এবং ৯৭ দেশের ১৮৮ জন সামরিক প্রতিনিধি উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, সামরিক পেশী শক্তি প্রদর্শনের কোন পরিকল্পনা চীনের নেই। বরং এই সামরিক মহড়ার মাধ্যমে আমরা একটি দায়িত্বশীল এবং শান্তিপ্রিয় চীনের প্রতিচ্ছবি সবার সামনে তুলে ধরতে চেষ্টা করবো।


চীনের জাতীয় নিরাপত্তা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মহড়ায় সামরিক বাহিনীর ১৫ হাজার সদস্য অংশ নেবেন। তারা আলাদা ৫৯ ধরনের সামরিক যন্ত্রপাতি ব্যবহার করবেন। এছাড়াও ৫৮০টি সামরিক যান বেইজিংয়ের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করবে। ১৬০ টি যুদ্ধবিমান উড়ে বেড়াবে বেইজিংয়ের আকাশে। এছাড়াও, আট হাজার জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর রিজার্ভ ফোর্স এই মহড়ায় অংশ নেবে। চ্যাংগান এভিন্যিউ থেকে প্রেসিডেন্ট শি জিনপিং ওই সামরিক মহড়ার অভিবাদন গ্রহণ করবেন।

 

চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তাদের বাহিনীতে নতুন নতুন সংযোজনগুলো জনসম্মুখে তুলে ধরার জন্য উন্মুখ হয়ে আছে বলে অসমর্থিত সূত্রে জানানো হয়েছে। যে সব নতুন সংযোজন এই মহড়ায় প্রদর্শিত হতে পারে-রাস্তায় চলনক্ষম ডিএফ-৪১ ইন্টারকন্টিনেন্টাল ব্যালেস্টিক মিসাইল, রাশিয়ার অ্যাভানগার্ড সিস্টেমের ব্যালেস্টিক মিসাইল ডিএফ-১৭, সুপারসোনিক সার্ভেইলেন্স এয়ারক্রাফট ডিআর-৮, এছাড়াও জাহাজ ও বিমান ধ্বংসকারী আরও কিছু মিসাইল, স্ট্রাটেজিক বোম্বার এইচ৬এন, ওয়াই-২০ ট্রান্সপোর্ট এয়ারক্রাফট।

বিজ্ঞাপন


এই মহড়ার মধ্য দিয়ে চীন তার প্রতিদ্বন্দ্বী রাষ্ট্রগুলোর জন্য বার্তা দিতে চায়। বিশেষত দক্ষিণ চীন সাগরে যাদের সাথে তার বিরোধপূর্ণ সীমান্ত রয়েছে তাদের জন্য এই সামরিক মহড়া হবে এক গুরুত্বপূর্ন শিক্ষা। এছাড়াও তাইওয়ান ও হংকংকে কেন্দ্র করে বাণিজ্য যুদ্ধে চীনের অন্যতম প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্রের জন্য এই মহড়ায় অন্যতম বড় জায়গা থাকবে, চীনের সামরিক ব্যয় কেনো এতো বেশী তার কারণ খুঁজে পাওয়া।

কমিউনিস্ট পার্টি চীন জাতীয় দিবস তাইওয়ান মিসাইল যুক্তরাষ্ট্র সামরিক মহড়া সেনাবাহিনী হংকং

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর