Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবিতে চালু হচ্ছে জো-বাইক সার্ভিস ‘ডিইউ চক্কর’


৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৪১ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৯:০৩

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহুল প্রতীক্ষিত জো-বাইক সার্ভিস ‘ডিইউ চক্কর’ চালু করতে কিছুসংখ্যক বাইসাইকেল এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। আগামী সপ্তাহেই এই জো-বাইক সার্ভিস চালু হবে বলে জানা গেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০/২৫টি বাইসাইকেল আনা হয়। ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক মো. শামস ই নোমান এ তথ্য নিশ্চিত করেছেন। আগামী ৭ অক্টোবর আনুষ্ঠানিকভাবে ‘ডিইউ চক্কর’ চালু হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

শামস ই নোমান বলেন, ‘প্রাথমিক অবস্থায় বিশ্ববিদ্যালয়ে একশ’টি বাইসাইকেল দিয়ে জো-বাইক সার্ভিস চালু হবে। আজ আপাতত ২০/২৫টি বাইসাইকেল আনা হয়েছে। বাকি সাইকেল ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সপ্তাহ খানেকের মধ্যে চলে আসবে।’

প্রসঙ্গত, ডাকসুর সার্বিক সহযোগিতায় এই জো-বাইক সার্ভিসটি চালু হবে।

উল্লেখ্য, জো-বাইক হচ্ছে মুঠোফোন অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাইসাইকেল সেবা। এর মাধ্যমে ব্যবহারকারীকে তার মুঠোফোনে নির্দিষ্ট অ্যাপসটি ডাউনলোড করতে হয় এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তারপরে ব্যবহারকারী কি কোড স্ক্যান করে বাইকগুলো আনলক করে চালাতে পারেন।

জো-বাইক সার্ভিস ডিইউ চক্কর

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

আরো

সম্পর্কিত খবর