২৪ অক্টোবর নুসরাত হত্যা মামলার রায়
৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৩ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৫৭
ফেনী: সোনাগাজী মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার রায় হবে আগামী ২৪ অক্টোবর। রাষ্ট্র ও আসামী পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শুনানি শেষে সোমবার (৩০ সেপ্টেম্বর) রায়ের এই দিন ঠিক করেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ।
৬ এপ্রিল হত্যাকাণ্ডের পরে ১০ জুন আদালত মামলাটি আমলে নেয়। এরপরেই শুনানি শুরু হয়। ২০ জুন অভিযুক্ত ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারিক আদালত। মামলার বাদী নুসরাতের ভাই মাহমুদুল হাসান নোমানকে জেরার মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হয়। এরপর ৯২ জনের মধ্যে ৮৭ জন সাক্ষ্য দেন আদালতে।
২৯ মে এ মামলার প্রধান আসামি অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলাসহ ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে ৮০৮ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (পিবিআই)। এর মধ্যে ১২ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ৩০ মে মামলাটি ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। ১০ জুন আদালত মামলাটি আমলে নিলে শুনানি শুরু হয়। ২০ জুন অভিযুক্ত ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারিক আদালত।
গত ৬ এপ্রিল ফেনীর সোনাগাজী মাদ্রাসার ছাত্রী নুসরাত আলিম পরীক্ষা দিতে ওই কেন্দ্রে গেলে কৌশলে ছাদে ডেকে নিয়ে আগুনে পোড়ায় তারই সহপাঠিরা। এই ঘটনায় নুসরাতের বড় ভাই বাদী হয়ে ৮ এপ্রিল সোনাগাজী মডেল থানায় মামলা করেন। ১০ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় নুসরাত মারা যায়। মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে করা শ্লীলতহানির মামলা তুলে না নেওয়ায় তাকে হত্যা করা হয় বলে অভিযোগ করে নুসরাতের পরিবার।