Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী রেলকে সাজাতে কাজ করছি: রেলমন্ত্রী


৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২৭

ঢাকা: ট্রেনের প্রতি মানুষের আগ্রহ অনেক বেড়েছে জানিয়ে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, ভবিষ্যতে আধুনিক, যুগোপযোগী এবং মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কিভাবে দেশের সমস্ত রেল ব্যবস্থাকে সাজাতে পারি, আধুনিকভাবে গড়ে তুলতে পারি, সে ব্যাপারে পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করছি। আমাদের উদ্দেশ্য মানুষকে সঠিক সেবা দেওয়া।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে টঙ্গী-জয়দেবপুর ডাবল রেল লাইন নির্মাণ কাজ পরিদর্শনে এসে জয়দেবপুর রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, ‘উত্তরবঙ্গের ট্রেন বঙ্গবন্ধু সেতু পার হয়ে টঙ্গী পর্যন্ত সিঙ্গেল লাইনে চলছে, এছাড়া ময়মনসিংহের ট্রেনগুলো জয়দেবপুর হয়ে চলছে। সিঙ্গেল লাইনের কারণে ট্রেনের স্বাভাবিক সার্ভিস দিতে পারছি না। বর্তমানে যে লোকবল আছে তা পূর্ণাঙ্গ ব্যবহার করে রেলের নিরাপদ, সাশ্রয়ী এবং সময়মত যাতে ট্রেন চলতে পারে সে সেবাটি পূর্ণাঙ্গভাবে দেওয়ার জন্য সচেষ্ট আছি।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, রেললাইন নির্মাণ প্রকল্পের ম্যানেজার বিনয় শ্রীবান্ধব, জয়দেবপুর জংশনের সিনিয়র স্টেশন মাস্টার মো. শাহজাহানসহ স্থানীয় প্রশাসন ও রেলওয়ের বিভিন্ন কর্মকর্তারা।

জয়দেবপুর রেলমন্ত্রী সুজন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর