Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবারই প্রথম হাজিদের কোনো হয়রানি হয়নি, দাবি ধর্ম প্রতিমন্ত্রীর


৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৭ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪৮

ঢাকা: পবিত্র হজ পালনে হজযাত্রীদের দুর্ভোগ কমিয়ে স্বস্তি দিতে পেরেছেন বলে দাবি করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। তিনি জানান, এবারই প্রথম কোনো ধরনের বিশৃঙ্খলা এবং হয়রানি ছাড়াই হজযাত্রীরা নিরাপদে হজ শেষ করতে পেরেছেন। আর এটা সম্ভব হয়েছে সরকারের নানামুখী উদ্যোগের কারণে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হজ সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এবার হজ পালন করতে পেরেছেন হাজিরা। এবার ভিসা পেতে বিড়ম্বনায় যেমন পরতে হয়নি, তেমনি সৌদি আরব পৌঁছেও বাড়ি ভাড়া, কোরবানি দেওয়াসহ বিভিন্ন কাজে হাজিদের দুর্ভোগ কমাতে পেরেছে ধর্ম মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

‘ডিজিটাল নিবন্ধন, ইলেক্ট্রনিক হেলথ প্রোফাইল সিস্টেম চালু, সরাসরি হজ এজেন্সির কাছ থেকে টিকেট বিক্রির ব্যবস্থা করা, হজযাত্রীদের জন্য প্রতিটি জেলায় উন্নত প্রশিক্ষণ জোরদার, বাড়িভাড়ার ক্ষেত্রে আগে তথ্য সংগ্রহের কারণে বাড়িভাড়া নিয়ে কোনো ঝামেলা হয়নি। এমনকি হজের ব্যয়ের লাগাম টেনে ধরারও চেষ্টা করা হয়েছে এবারের হজে। এসব উদ্যোগের কারনে এবার সুষ্ঠুভাবে হজ পালন সম্ভব হয়েছে’, যোগ করেন প্রতিমন্ত্রী।

সরকারের উদ্যোগের কারণে দিন দিন হজযাত্রীদের সংখ্যা বাড়ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘২০০৯ সালে ৫৮ হাজার ৬২৮ জন হজ পালন করেন। আর ২০১৯ সালে সরকারি-বেসরকারি পর্যায়ে মোট ১ লাখ ২৭ হাজার ১৫২ জন হজযাত্রী হজ পালন করেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৯২৩ জন হজ পালন করেছেন। সরকারি- বেসরকারি পর্যায়ে সংখ্যার দিক থেকে আকাশপাতাল পার্থক্য। সরকারের চেষ্টা থাকবে ভবিষ্যতে সরকারিভাবে হাজিদের সংখ্যা বাড়ানো।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৪ জুলাই থেকে শুরু হয়ে ৫ আগস্ট পর্যন্ত হজযাত্রা পরিচালিত হয়। আর ১৭ আগস্ট থেকে শুরু হয়ে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হজের ফিরতি ফ্লাইট চলে। এবার ৫৯৮টি হজ এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করেছে। আর এবার ১১৮ জন হজ পালনে গিয়ে নিহত হয়েছে। আর ৮ জন অসুস্থ হয়ে দেশে ফিরেছেন।

টপ নিউজ ধর্ম প্রতিমন্ত্রী পবিত্র হজ হজযাত্রা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর