Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘দেশে সমন্বিত ইন্টারনাল মেডিসিন ইনস্টিটিউট করা হবে’


৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৩১

ঢাকা: এক ছাদের নিচে সব রোগের চিকিৎসা দেওয়া হবে। নানা রোগের কারণে রোগিদের নানা হাসপাতালে দৌঁড়াতে হবে না, এই জন্য দেশে সমন্বিত ইন্টারনাল মেডিসিন ইনস্টিটিউট নির্মিত হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সোমবার (৩০ সেপ্টেম্বর) শেরে বাংলানগরের পরিকল্পনা মন্ত্রণালয়ে ‘ডেঙ্গু গাঁথা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান এসব কথা জানান মন্ত্রী।

ইন্টারনাল মেডিসিন ইনস্টিটিউট প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশে ইন্টারনাল মেডিসিন ইনস্টিটিউট নেই, তবে ভারতে আছে। ফলে রোগিরা নানা নানা স্থানে দৌড়াদৌড়ি করে। এটা একটা বড় প্রতিষ্ঠান, বাংলাদেশে এমন প্রতিষ্ঠান হতেই হবে। প্রধানমন্ত্রী এই বিষয়ে খুবই উদার। আমাদের অর্থের অভাব নাই, ফলে এই প্রতিষ্ঠান করতে আমরা প্রস্তুত। ব্যক্তিগতভাবে আমি মনে করি ইন্টারনাল মেডিসিন ইনস্টিটিউট দ্রুত সময়ে হওয়া দরকার। এটা না হওয়ার কোনো কারণ দেখি না।’

বিজ্ঞাপন

ডেঙ্গুগাঁথা গ্রন্থের গ্রন্থকার অধ্যাপক ডা. মো. ফয়জুল ইসলাম চৌধুরীকে উদ্দেশে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আপনি ইন্টারনাল মেডিসিন ইনস্টিটিউট নির্মাণে উদ্যোগ নেন। আমার কাছে ইন্টারনাল মেডিসিন ইনস্টিটিউট নির্মাণ প্রকল্প নিয়ে আসেন। আমি কথা দিচ্ছি এই প্রকল্প পরিকল্পনা মন্ত্রণালয় থেকে ফিরে যাবে না। এই প্রকল্প অনুমোদনের জন্য সকল উদ্যোগ নেওয়া হবে। আমাদের প্রধানমন্ত্রী দেশের মানুষের সুচিকিৎসার জন্য উদার।’

দেশের মানুষকে সচেতন করতেই ডেঙ্গুগাঁথা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইয়ের মূল্য ২৫০ টাকা। শিমুল প্রকাশনায় বইটি পাওয়া যাবে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম আহমেদ চৌধুরীরর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়েজ, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক সচিব সি কিউ কে মোস্তাক প্রমুখ।

বিজ্ঞাপন

ইন্টারনাল মেডিসিন ইনস্টিটিউট ডেঙ্গু গাঁথা পরিকল্পনামন্ত্রী সমন্বিত

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর