Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবন থেকে চোরা শিকারিসহ ৪ জন আটক


৩০ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৩০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০২:০৩

বাগেরহাট: বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল থেকে হরিণ শিকারের ফাঁদসহ এক চোরা শিকারী ও চরাপুটিয়া এলাকা থেকে খালে বিষ দিয়ে মাছ আহরণের সময় দুই বোতল বিষসহ তিন জেলেকে আটক করেছে বন বিভাগ।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান জানান, রোববার সকালে সুন্দরবনের করমজল এলাকায় হরিণ শিকারের ফাঁদ পাতা কালে নিতাই মণ্ডল (২৭) নামে এক চোরা শিকারীকে আটক করেন বনরক্ষীরা। এ সময়ে অন্য তিনজন গহিন অরণ্যে পালিয়ে যায়। তবে তাদের ফেলে যাওয়া বেশ কয়েকটি ফাঁদ জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আটক নিতাই মণ্ডলের বাড়ি বাগেরহাটের মোংলা উপজেলার ডাংমারী গ্রামে।

অন্যদিকে একই দিন সকালে চরাপুটিয়া এলাকা থেকে খালে বিষ দিয়ে মাছ আহরণের সময় দুই বোতল বিষসহ তিন জেলেকে আটক করা হয়। আটক তিন জেলে হলেন আব্বাস আলী (২৭), ইসমাইল হোসেন (২৬) ও মো. গাইস (২৮)। তাদের বাড়ী বাগেরহাটের রামপাল উপজেলার ঝনঝনিয়া গ্রামে।

আটক চারজনের বিরুদ্ধে মামলা দিয়ে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

আটক বন বিভাগ শিকারি সুন্দরবন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর