Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তে একটি ড্রোন ভূপাতিত করেছে তুরস্ক


২৯ সেপ্টেম্বর ২০১৯ ২২:৩৮ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৮

ফাইল ছবি

একটি ড্রোন ছয়বার আকাশসীমা লঙ্ঘন করার পর আর বসে থাকেনি তুরস্কের আকাশ প্রতিরক্ষা বাহিনী। ফাইটার জেট দিয়ে ড্রোনটিকে ভূপাতিত করা হয়েছে। এমনটাই জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। খবর রয়টার্স।

রোববার (২৯ সেপ্টেম্বর) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সিরায় সীমান্ত এলাকায় এ ঘটনাটি ঘটে।

বিবৃতিতে জানানো হয়, একটি ড্রোন বারবার তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করছিলো। ফলে দুটি এফ-১৬ ফাইটার জেট ড্রোনটিকে লক্ষ্য করে আক্রমণ করে। এতে ড্রোনটি ভূপাতিত হয়। তবে ড্রোনটি কোন দেশের তা তাৎক্ষনিক জানা যায়নি।

ড্রোন তুরস্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর