ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু
২৯ সেপ্টেম্বর ২০১৯ ২২:০৭ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ২২:১০
ভোলা: ভোলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন তাসনুর (৪০) ও মো. মতিন (২৮)।
নিহত গৃহবধূ তাসনুর ভোলা সদর উপজেলার পশ্চিম হিলশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের দক্ষিণ চরপাতা গ্রামের মো. ছাদেক মুন্সির স্ত্রী এবং নিহত মতিন লালমোহন উপজেলার চরভূতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা।
নিহত গৃহবধু তাসনুরের পরিবার ও পুলিশ সূত্র জানা যায়, তাসনুরের স্বামী ছাদেক দুপুরে বোরাক নিয়ে ভাত খেতে বাড়ি আসেন। এ সময় তিনি বোরাকটি চার্জে দেন। পরে বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে তাসনুর পলিথিন দিয়ে বোরাকটিকে ঢাকতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাৎক্ষনিক তাকে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোলা মডেল থানার ওসি মো. এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
একই দিন সকালে লালমোহন উপজেলার চর ভূতা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মো. মনিরের গাছের নারকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান মো. মতিন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।