Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংসদ ভেঙে নতুন নির্বাচন দিন: মির্জা ফখরুল


২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২৩ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ০০:৩৯

রাজশাহী: বর্তমান সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ সমাবেশ আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়। ৩০ ডিসেম্বরের ভোট ২৯ ডিসেম্বর রাতেই হয়ে গেছে। সাধারণ মানুষ ভোট দিতে পারেনি। সাধারণ মানুষের ভোটে এই সরকার নির্বাচিত হয়নি। সুতরাং এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই দেশ চালানোর। তাই আমরা আহ্বানা জানাচ্ছি, অনতিবিলম্বে এই সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচন দিন। সেই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে, তারা সরকার গঠন করবে, দেশ পরিচালনা করবে।’

বর্তমান সরকারকে সরাতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, ‘এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। দেশের মঙ্গলের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দলমত নির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে হবে।’

কেন্দ্র ঘোষিত বিভাগীয় পর্যায়ে ‘জনসভা’ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীতে এই সমাবেশ আয়োজন করে বিএনপি। এর আগে বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও সিলেট জেলায় সমাবেশ করে দলটি। সমাবেশে ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা যোগ দেন।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, অ্যাডভোকেট কামরুল মনির, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা

বিজ্ঞাপন

খালেদা জিয়ার মুক্তির দাবি টপ নিউজ বিএনপি সমাবেশ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর