Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কামরাঙ্গীরচরে বিদ্যুস্পৃষ্টে শিশুর মৃত্যু


২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১২

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে চাঁদ মসজিদ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে রিয়াজ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় রিয়াজকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে বিকেল চারটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রিয়াজকে ঢামেকে নিয়ে আসা ওমর ফারুক নামের এক যুবক জানান, কামরাঙ্গীচরের চাঁদ মসজিদ এলাকার আলী হোটেলের পাশের গলির একটি টিনশেড বাড়ির চালা থেকে রিয়াজকে উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, রিয়াজ টিনের চালে উঠে গাছ থেকে আমড়া পাড়ার সময় সে বিদ্যুৎপৃষ্ট হয়।

সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে এসেছেন মৃত রিয়াজের খালা শারমিন আক্তার। তিনি জানান, রিয়াজের বাবার নাম বাবুল মিয়অ। ঘটনাস্থলে থেকে কয়েক গজ দূরে তাদের বাসা। স্থানীয় একটি মাদ্রাসায় সবেমাত্র তাকে ভর্তি করা হয়েছে। সকালে খেলার উদ্দেশ্যে বাসা থেকে বের হয় সে। পরে অন্যদের কাছ থেকে খবর পেয়ে হাসপাতালে ছুটে এসেছে সবাই।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রিয়াজের মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কামরাঙ্গীরচর বিদ্যুৎস্পৃষ্ট শিশুর মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর