Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিসি নাসিরকে প্রত্যাহারের সুপারিশ ইউজিসির


২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪৬ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪৭

ঢাকা: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিনকে প্রত্যাহারের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত কমিটি।

রোববার (২৯ সেপ্টেম্বর) ইউজিসির চেয়ারম্যান ড. মো. কাজী শহীদুল্লাহর কাছে হস্তান্তর করা প্রতিবেদন এই সুপারিশ করা হয়।

বশেমুরবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের স্বেচ্ছাচারিতা, অনিয়ম, দুর্নীতি ও নৈতিকস্খলন বিষয় খতিয়ে দেখতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি  গঠন করে ইউজিসি। আজ রোববার কমিটি প্রতিবেদনটি সংস্থাটির চেয়ারম্যানের কাছে জমা দেয়। পরে সেটি আজই শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে।

কমিশনের সদস্য ড. দিল আফরোজা বেগম, ড. মো. সাজ্জাদ হোসেন, পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমন্টে বিভাগের পরিচালক মো. কামাল হোসেন ও একই বিভাগের উপ-পরিচালক মৌলি আজাদ উপস্থিত ছিলেন।

তদন্ত কমিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনসহ বেশ কয়েকজন শিক্ষক, কমকর্তা-কর্মচার্রী এবং শিক্ষার্থীর বক্তব্য গ্রহণ করে।

গোপালগঞ্জ নাসির ভিসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর