‘শেখ হাসিনাকে দিয়েই বাংলাদেশকে চেনে বিশ্ব’
২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪০ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৮
ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, এক সময় বঙ্গবন্ধুর কারণে সারাবিশ্ব বাংলাদেশকে চিনতো। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়েই বাংলাদেশকে চেনে বিশ্ব।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে ডিএসসিসির নগরভবন মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষে আয়োজিত তাঁর বর্ণাঢ্য ও কর্মময় জীবনের ওপর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘শেখ হাসিনার জন্মদিন, বাংলাদেশের খুশির দিন’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
মেয়র সাঈদ খোকন বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা। আজ তাঁর ৭৩তম জন্মদিন। ১৯৮২-৮৩ সালের দিকে বাবার সাথে গিয়ে ধানমন্ডির ৩২ নম্বরে প্রথম নেত্রীর সাথে দেখা হয় আমার। তাঁর সাথে বহু স্মৃতি রয়েছে, আবেগ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘যখনই কোনো কিছুর প্রয়োজন হয়েছে নেত্রীর কাছ থেকে পেয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগের সব কর্মী, তা সে যে পর্যায়েরই হোক না কেন, যেকোনো সমস্যায় নেত্রীকে পাশে পেয়েছেন। আজ আমার বাবা নেই- কিন্তু বাবা থাকলে সন্তান হিসেবে আমার জন্য যা যা করতেন, তার সবকিছু নেত্রী করছেন।’
সাঈদ খোকন বলেন, ‘নেত্রী স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ধর্ম নিরপেক্ষতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এর কিছুই তার নেতৃত্বে হয়েছে। এক সময় বিশ্ববাসী বঙ্গবন্ধুকে দিয়ে বাংলাদেশ চিনতো। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশকে চিনছে বিশ্ব। তিনি বাংলাদেশ ছাপিয়ে বিশ্ব নেতৃত্বে জায়গা করে নিয়েছেন। তাঁকে মাদার অব হিউম্যানিটি বলা হয়।’
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মী, করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।