সৌদি বাদশাহর দেহরক্ষী বন্ধুর গুলিতে নিহত
২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৩৭ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪১
ব্যক্তিগত কারণে বন্ধুর সঙ্গে বাকবিতণ্ডার জেরে খুন হয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের দেহরক্ষী। তার নাম মেজর জেনারেল আব্দুল আজিজ আল ফাগাম। সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশনে একথা নিশ্চিত করা হয়েছে। তবে ঘটনার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে জেদ্দায় এ ঘটনা ঘটে বলে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়।
আল ফাগাম সৌদি আরবের পরিচিত মুখ। তাকে বাদশাহর সঙ্গে বিভিন্ন ছবিতে সহজেই দেখা মিলে।
সৌদি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্ধু মোহাম্মদ বিন মেশাল আল আলির গুলিতে আল ফাগাম মারা যান। আত্মসমর্পণে রাজি না হলে এরপর নিরাপত্তারক্ষীরা মেশাল আল আলিকেও হত্যা করে। এই ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন।
সৌদি আরবে বন্দুক হামলার ঘটনা খুবই কম। বেশিরভাগ অপরাধই কঠোর শরিয়া আইন দ্বার নিয়ন্ত্রিত। ২০১৭ সালে মাত্র ৪১৯টি সহিংসতার ঘটনা ঘটে দেশটিতে।