Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ৩৭ লাখ টাকার পর্দা দুর্নীতি অনুসন্ধানে দুদক


২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৯

ঢাকা: ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাড়ে ৩৭ লাখ টাকা দামে এক সেট পর্দা কেনার ঘটনা অনুসন্ধানে মাঠে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৯ সেপ্টেম্বর) দুদক সূত্রে এই তথ্য জানা গেছে।

দুদক সূত্র আরও জানিয়েছে, কমিশনের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক সহিদুর রহমানকে অনুসন্ধানের কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রোগীকে আড়াল করে রাখার এক সেট পর্দার দাম দেখানো হয় ৩৭ লাখ ৫০ হাজার টাকা। ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে মেসার্স অনিক ট্রেডার্স অতিরিক্ত বিল দেখিয়ে ৫২ কোটি ৬৬ লাখ ৭১ হাজার ২০০ টাকার ১৬৬টি যন্ত্রপাতি সরবরাহ করে। যেখানে প্রকৃত বাজার মূল্য ১১ কোটি ৫৩ লাখ ৪৬৫ টাকা। এরই মধ্যে অনিক ট্রেডার্স ৪১ কোটি ১৩ লাখ ৭০ হাজার ৭৩৭ টাকার বিল উত্তোলন করে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় আরও ১০ কোটি টাকার বিল বিভিন্ন অসঙ্গতিতে আটকে দেয়। বিল পেতে ২০১৭ সালের ১ জুন অনিক ট্রেডার্স হাইকোর্টে রিট করে। এরপরই মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কাছে ১০ কোটি টাকার যন্ত্রপাতির তালিকা চেয়ে পাঠান। পরে বিষয়টি তদন্তে দুদককে নির্দেশনা দেয় হাইকোর্ট। যার পরিপ্রেক্ষিতে অনুসন্ধানে নেমেছে কমিশন।

দুদক পর্দা মেডিকেল

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর