Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের উত্তর প্রদেশে বন্যায় ৭৯ জনের মৃত্যু


২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২১

ভারতের উত্তর প্রদেশে গত দুদিনের লাগাতার বৃষ্টি ও বন্যায় অন্তত ৭৯ জনের প্রাণহানি হয়েছে। সাপের কামড়, দেয়াল ধস, বজ্রপাতসহ নানা কারণে এসব মৃত্যুর ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডের।

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জেলা ম্যাজিস্ট্রেটদের আক্রান্ত এলাকা পরিদর্শনের নির্দেশ দিয়েছেন। মৃতদের পরিবারকে ৪ লাখ রুপি করে সাহায্য দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

আদিত্যনাথ বলেন, ক্ষতিগ্রস্তদের দ্রুত আর্থিক সাহায্য দেওয়া হবে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত মধ্য ও উত্তর প্রদেশে অব্যাহত থাকবে। বাল্লিয়াতে গঙ্গা নদীর পানি বর্তমানে বিপৎসীমার ১.৩ মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

টপ নিউজ প্রাণহানি বন্যা বন্যায় মৃত্যু ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর