Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুইজারল্যান্ডে নিলামে উঠছে জব্দ হওয়া ২৫ সুপারকার


২৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:৪০

মধ্য আফ্রিকার ইকুয়েটরিয়াল গিনি বেশ দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবেই পরিচিত। ছোট এই দেশটিতে পেট্রোলিয়াম মজুদ থাকায় তা বিক্রি করেই বিলাসিতা করছেন দেশটির একনায়ক প্রেসিডেন্ট থিওডোর ওবিয়াং নুগেয়েমা মবসোগো ও তার ছেলে ভাইস-প্রসিডেন্ট থিওডোর নুগেয়েমা ওবিয়াং মেনগুই।

ওবিয়াং মেনগুইর বিলাসিতার নমুনা দেখা যেতে পারে সুইজারল্যান্ডে তার জব্দ হওয়া গাড়ি বহর দেখে। সেখানে রয়েছে ৭টি ফেরারি, ৩টি ল্যাম্বরগিনি, ৫টি বেন্টলি, ১টি মাসেরাতি ও ম্যাকলরেনসহ ২৫টি সুপারকার। আর্থিক অসঙ্গতির কারণে হওয়া মামলায় মেনগুইর অব্যাহতি শর্তে এসব গাড়ি নিলামে বিক্রি করে দেওয়া হবে।

বিজ্ঞাপন

দ্য গার্ডিয়ানের খবরে বলা হয় সবচেয়ে দামি গাড়ির মধ্যে রয়েছে ল্যাম্বরগিনি ভেনেও রোডস্টার। যেটির মূল্য ৫.২-৬.২ মিলিয়ন মার্কিন ডলার। এছাড়া হলুদ ফেরারিটির মূল্য ২.৪-২.৬ মিলিয়ন ইউরো। তবে নিলামের ক্ষেত্রে এসব কোনো গাড়িরই মূল্য নির্দিষ্ট করে দেওয়া হয়নি।

২০১৭ সালে ফ্রান্সে ওবয়িাংকে তিন বছরের দণ্ড দেওয়া হয়েছিল মুদ্রা পাচার ও দুর্নীতির অভিযোগে। সঙ্গে জরিমানা করা হওয় ৩০ মিলিয়ন ইউরো। এছাড়া চলতি বছর সেপ্টেম্বরে ব্রাজিলের পুলিশ ও কাস্টমস অফিসাররা তার কাছ থেকে নগদ ১৬ মিলিয়ন ডলার ও মূল্যবান অনেক ঘড়ি জব্দ করে।

ইকুয়েটরিয়াল গিনি গাড়ি জব্দ দুর্নীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর