Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইন না মানলেই ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী


২৯ সেপ্টেম্বর ২০১৯ ১১:৫৯

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, প্রধানমন্ত্রী দেশকে যে অবস্থানে নিয়ে গেছেন তা ধরে রাখতে হলে অবশ্যই সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। কেউ অন্যায় করলেই তাকে আইনের মুখোমুখি করতে হবে।

রোববার (২৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরে আনসার-ভিডিপি একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী ৩৫ ও ৩৬তম বিসিএস (আনসার) কর্মকর্তাদের মৌলিক প্রশিক্ষণ ও এমএইচএস সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

তিনি আরও বলেন, চলমান অভিযান শুধুমাত্র ক্যাসিনোর বিরুদ্ধে নয়। যারা দেশের আইন অমান্য করে, আইনের বিরুদ্ধে কাজ করে— তাদের সবার বিরুদ্ধে এই অভিযান। যারাই অনৈতিক ব্যবসা করছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান অনুষ্ঠানের সালাম গ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দিন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম আসিফ ইকবাল, উপ-মহাপরিচালক নিমাই কুমার দাস।

অনুষ্ঠানের শুরুতেই স্বরাষ্ট্রমন্ত্রী একটি সুসজ্জিত খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন। এরপর তিনি তিনজন কৃতি প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দেন। এরা হলেন— রবিউল ইসলাম, কাওসার জাহান ও আমিনুল ইসলাম।

ক্যাসিনো টপ নিউজ সুশাসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর