লক্ষ্মীপুরে গুলি করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা
২৯ সেপ্টেম্বর ২০১৯ ০৫:০০ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১২:০০
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের দত্তপাড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা ও ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বর খোরশেদ আলম মিলন মারা গেছেন।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত রাত ৯ টার দিকে দত্তপাড়া এলাকার আওলাদাতপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত খোরশেদ আলম মিলন দত্তপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মেম্বর।
স্থানীয়রা জানান, রাতে দত্তপাড়া এলাকার পার্শ্ববর্তী আওলাদাতপুর গ্রামে চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ আলম মিলন। এ সময় একটি মোটর সাইকেলে কয়েকজন দুর্বৃত্ত দোকানের কাছে এসে মিলনকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি ছোড়ার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুলিতে ঘটনাস্থলে মিলনের মৃত্যু হয়।
দত্তপাড়া পুলিশ ফাড়ির ইনর্চাজ মাখন লাল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। হত্যাকারীদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
নিহত স্বেচ্ছাসেবকলীগ নেতা খোরশেদ আলম মিলনের মৃতদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।