টিকিট ছাড়া ভ্রমণ, ৫৬০ রেলযাত্রীকে জরিমানা
২৯ সেপ্টেম্বর ২০১৯ ০২:১৪ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ০১:১৭
ঢাকা: বিনা টিকিটে ভ্রমণ করায় ৫৬০ জন রেলযাত্রীর কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার ভৈরব রেল স্টেশনে দিনব্যাপী অভিযান চালিয়ে ১ লাখ ২৪ হাজার ৬৩০ টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (পূর্বাঞ্চল) মো. মোরাদ হোসেন।
এ সময় ভৈরব রেলওয়ে স্টেশন মাস্টার মো. কামরুজ্জামানসহ রেলওয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী সঙ্গে ছিলেন।
অভিযানে বিশৃঙ্খলা এড়াতে সহায়তা বরেন ভৈরব রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাস, রেলওয়ের নিরাপত্তা পরিদর্শক ও আনসার সদস্যরাও অভিযানে সহায়তা করেন।