টাকা নয়, প্যাকেটে মৃতদেহ ছিল
২৯ সেপ্টেম্বর ২০১৯ ০১:৫২ | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০১৯ ১০:৪৮
ঢাকা: রাজধানীর হাতিরঝিল মধুবাগ ব্রিজের নিচ থেকে একদিন বয়সী এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে পুলিশ ময়নাতদন্ত শেষে মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায়।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী জানায়, বিকেলে মধুবাগ ব্রিজের নিচে কিছু টোকাই একটি প্যাকেট ভাসতে দেখে। ভাসতে থাকা প্যাকেটের মধ্যে টাকা আছে মনে করে মামুন নামে একটি ছেলে প্যাকেটটি পানি থেকে তোলে। ওই প্যাকেটের মধ্যে নবজাতকের মৃতদেহ দেখা যায়।
বিষয়টি জানিয়ে থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ আসে। মরদেহ সেখান থেকে উদ্ধার করে ঢামেক মর্গে নেওয়া হয়।
পুলিশের সঙ্গে ঢামেক হাসপাতালে আসা সাগর নামের এক টোকাই জানায়, হাতিরঝিল ১ নম্বর গলিতে থাকে মামুন (১২)। বিকেলে মামুন কাগজ কুড়াতে বের হয় মামুন। তখন ঝিলের পানিতে কাগজের প্যাকেট ভাসতে দেখে। টাকা মনে করে প্যাকেটটি তুলে নিলে মামুন নবজাতকের মৃতদেহ দেখতে পায়।