‘জুয়ার বিরুদ্ধে অভিযানের জন্য স্ত্রী ফিরে পেয়েছে স্বামীকে’
২৮ সেপ্টেম্বর ২০১৯ ২০:২৬
চট্টগ্রাম ব্যুরো: প্রশাসনের জুয়াবিরোধী অভিযানের কারণে জুয়াড়িদের ঘর শান্তি আসার তথ্য দিয়েছেন চট্টগ্রামের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। তিনি বলেন, ‘একদিন এমন অবস্থা ছিল জুয়াড়িদেরকে পরিবার-পরিজন চোখে দেখত না। সারাদিন জুয়ার আড্ডায় কাটত তাদের বীভৎস জীবন। আজ শুদ্ধি অভিযানের কারণে বন্ধ হয়েছে জুয়ার স্পট। স্ত্রীরা ফিরে পেয়েছে তাদের স্বামীকে, সন্তানরা ফিরে পেয়েছে তার বাবাকে। তারা আজ সাধুবাদ জানাচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীকে। আল্লাহতালার কাছে প্রার্থনা করছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে নগর আওয়ামী লীগের আলোচনা সভায় মেয়র এসব কথা বলেন। সভায় মেয়র নিজ নিজ এলাকায় জুয়া ও মাদক স্পটের তথ্য প্রশাসনের কাছে দেওয়ার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
মেয়র বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এখন শুদ্ধি অভিযান চালাচ্ছেন। একে একে ক্যাসিনো, মাদক, জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান হচ্ছে। এই শুদ্ধি অভিযানের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি নতুন দিগন্তে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে জাতি। এ অবস্থায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগকে তার সাংগঠনিক দায়িত্ব পালন করতে হবে। সকল নেতাকর্মীকে এই শুদ্ধি অভিযানে ভূমিকা রাখতে হবে। নিজ নিজ এলাকার যেখানে জুয়া,মাদক, হাউজি খেলাসহ অনৈতিক কর্মকাণ্ড হয়, সে তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে দিতে হবে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব আজ বিশ্ব অবাক বিস্ময়ে দেখছে উল্লেখ করে মেয়র আরও বলেন, ‘একজন বিশ্বনেত্রী হয়েও সাধারণ জীবন যাপনে অভ্যস্ত তিনি। নেত্রী যা অন্তরে ধারণ করেন তা মুখে উচ্চারণ করেন। আর যা মুখে উচ্চারণ করেন তিনি তা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেন।’
নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় সহ-সভাপতি সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, নঈম উদ্দিন আহমদ, খোরশেদ আলম সুজন, ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরী, এমএ রশিদ বক্তব্য রাখেন।