Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফবিএইচআরও-ইউআইইউ কনভেনশনের মিডিয়া পার্টনার জিটিভি-সারাবাংলা


২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৭:১২

ঢাকা: এফবিএইচআরও-ইউআইইউ দ্বিতীয় ন্যাশনাল কনভেনশনের মিডিয়া পার্টনার হয়েছে জিটিভি এবং সারাবাংলা ডট নেট। ফেডারেশন অব বাংলাদেশ হিউম্যান রিসোর্স অর্গানাইজেশনের (এফবিএইচআরও) আয়োজনে আগামী ১৫ নভেম্বর এ কনভেনশন হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জিটিভির কার্যালয়ে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয়। চুক্তিতে সই করেন জিটিভি এবং সারাবাংলা ডট নেটের এডিটর ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা এবং এফবিএইচআরও’র প্রেসিডেন্ট মোহাম্মদ মোশাররফ হোসেন।

বিজ্ঞাপন

চুক্তি অনুযায়ী কনভেনশনের অনুষ্ঠান প্রচার করবে জিটিভি এবং সারাবাংলা এবং আয়োজকদের সব ধরনের ব্যানারে থাকবে এই দুই সংবাদ মাধ্যমের লোগো।

অনুষ্ঠানে আরও ছিলেন- জিটিভির কারেন্ট অ্যাফেয়ার্স অঞ্জন রায়, এফবিএইচআরও’র সেক্রেটারি জেনারেল ডক্টর ফরিদ সোবহানী, পরিচালক অধ্যাপক মঈনুদ্দিন চৌধুরী এবং সদস্য জেনিফার হোসেন।

এফবিএইচআরও-ইউআইইউ জিটিভি মিডিয়া পার্টনার সারাবাংলা

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর