Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাণিজ্য যুদ্ধ হবে বিশ্বমন্দার কারণ: চীন


২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৩৪

মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করছে তা বিশ্বমন্দার কারণ হতে পারে বলে সতর্ক করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম বার্ষিক অধিবেশনে দেয়া বক্তৃতায় তিনি বলেন, বাড়তি শুল্ক আরোপের প্রতিযোগিতার কারণে সারাবিশ্বে শিল্প-কারখানা ও সরবরাহ চক্র ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে অর্থনৈতিক ও বাণিজ্যিক শৃঙ্খলায় বিঘ্ন ঘটছে। এরকম পরিস্থিতি আরেকটি বিশ্বমন্দার ইঙ্গিত।

বিজ্ঞাপন

তবে যেকোনো হুমকির বিরুদ্ধে চীন নীরব থাকবে না বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, চীন পাঁচ হাজার বছরের পুরনো সভ্যতার দেশ। চীন কারও হুমকি ও চাপে ভয় পায় না।

বাণিজ্য যুদ্ধে চীনও মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে। এ ব্যাপারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পদক্ষেপ হচ্ছে প্রতিপক্ষের হুমকির জবাব।

চীন বাণিজ্য যুদ্ধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর