ভৈরবে ইয়াবাসহ গৃহশিক্ষক আটক
২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৬ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫৮
ভৈরব: ভৈরবে ইয়াবাসহ এক গৃহশিক্ষককে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাতে ভৈরব রেলওয়ে থানা পুলিশ ৪ হাজার পিস ইয়াবা ৫০ হাজার টাকাসহ আনিসুর রহমান (৪৬) নামে এই গৃহশিক্ষককে আটক করে।
ভৈরব রেলওয়ে থানার ওসি মোঃ ফেরদাউস আহম্মেদ বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত প্রায় আটটার সময় ঢাকাগামী মহানগর ট্রেন থেকে আনিসুর রহমানকে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে তার হাতে রাখা একটি শপিং ব্যাগ থেকে ৫০ হাজার টাকা ও ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। আনিসুর রহমানের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে থানায় মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
আটক আনিসুর রহমান ঢাকার তেজগাঁও থানার কনিপাড়া এলাকার মোঃ আবুল হোসেন বিশ্বাসের ছেলে।