Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চবি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে অপু-নিতু


২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩০

চট্টগ্রাম ব্যুরো: ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংসদে নতুন নেতৃত্ব এসেছে। এতে সভাপতি হিসেবে গৌরচাঁদ ঠাকুর অপু ও সাধারণ সম্পাদক নূরে আশরাফী নিতু নির্বাচিত হয়েছেন।

দু’দিনব্যাপী সম্মেলনের শেষদিনে শুত্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিলে নতুন কমিটি ঘোষণা করা হয়। ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মেহেদী হাসান নোবেল নতুন কমিটি ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এতে সদ্যবিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ও নতুন কমিটির সভাপতি গৌরচাঁদ ঠাকুর অপুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি ধীষণ প্রদীপ চাকমা।

গৌরচাঁদ ঠাকুর অপু বলেন, ‘পূর্ণাঙ্গ আবাসন, পরিবহন ও গবেষণাবান্ধব মুক্তবুদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাস হিসেবে চবিকে গড়ে তোলার স্লোগান সামনে রেখে ৩১তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসব দাবিতে আমরা ছাত্রছাত্রীদের সংঘটিত করে আন্দোলন করব।’

বিদায়ী সভাপতি ধীষণ প্রদীপ চাকমা বলেন, ‘নতুন কমিটি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলন জোরালো করবে বলে আশা করছি।’

গৌরচাঁদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর