Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রংপুর-৩ আসনে অনিয়ম হলে ভোট করবো না: রফিকুল ইসলাম


২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৬:২৬

রংপুর: নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, রংপুর-৩ আসনে উপনির্বাচনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে ভোটগ্রহণ স্থগিত করা হবে। সেই সঙ্গে দুষ্কৃতিকারীদের শাস্তি নিশ্চিত করবে নির্বাচন কমিশন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রংপুর সরকারি কলেজে আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রংপুর-৩ শূন্য আসনের নির্বাচন উপলক্ষে এদিন ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

রফিকুল ইসলাম বলেন, এই উপনির্বাচন নির্বিঘ্নে যেন হয় সে বিষয়টি নিশ্চিত করবো আমরা। ভোটাররা যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে ফিরে আসতে পারেন সে ব্যবস্থা করা হবে। যদি কোনো অঘটনের সঙ্গে কেউ জড়িত হয় তার যথাযথ শাস্তির ব্যবস্থাও আমরা করবো।

অনেক সময় অভিযোগ পাওয়া যায়, প্রার্থীর এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না— এ রকম কোনো অভিযোগ পেলে আমরা সত্যতা নিশ্চিত করবো। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আমরা ভোট করবো না।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমান ও যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান। এছাড়া কমিশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর এই আসনে উপনির্বাচনের জন্য ৫ অক্টোবর তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। এই আসনে জাতীয় পার্টির পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে এরশাদপুত্র সাদ এরশাদকে। আওয়ামী লীগ প্রার্থী সরে দাঁড়ানোয় এই আসনে এখন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি মিলে মহাজোট হিসেবেই নির্বাচন করবে সংসদের ক্ষমতাসীন ও বিরোধী দল। আর এই আসনে বিএনপি সমর্থন দিয়েছে ন্যাশনাল পিপলস পার্টি অব বাংলাদেশের (এনপিপিবি) চেয়ারম্যান রিটা রহমানকে। এই দু’জনের মধ্যেই এখন এই উপনির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।

বিজ্ঞাপন

এছাড়া এরশাদের ভাতিজা আসিফ শাহরিয়ার স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই নির্বাচনে।

আরও পড়ুন:
এরশাদের আসনে উপনির্বাচন ৫ অক্টোবর

উপনির্বাচন রংপুর-৩ আসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর