Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপে ১৩তম বাংলাদেশ


২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫০

ঢাকা: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ওয়ার্ল্ড রোবোটিক্স চ্যাম্পিয়নশিপে রোবো রেস সেগমেন্টে ১৩তম স্থান অর্জন করেছে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী টিম অ্যাটলাস। গত ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড রোবটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০টি দেশের মোট ২৫০টি দল অংশ নেয়। প্রথম থেকে দ্বাদশ পর্যন্ত স্থান দখল করে নেয় ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রতিনিধিত্বকারী দলগুলো।

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট এর সহযোগিতায় ভারতের পরে বাংলাদেশই ভারতসহ বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে ১৩তম স্থান নিশ্চিত করেছে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী একমাত্র এই দলটি।

বিজ্ঞাপন

টিম অ্যাটলাসের পাঁচ সদস্যের মধ্যে তিনজনই বর্তমানে ঢাকা কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণিতে অধ্যায়নরত। তারা হলেন- সানী জুবায়ের, মীর তানজিদ ও মারুফ। টিমের অন্য দু’জন মীর সাজিদ ঢাকা সিটি কলেজে এবং সিফাত তন্ময় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অধ্যায়নরত।

টিমের সাফল্য নিয়ে টিম লিডার সিফাত তন্ময় বলেন, ‘আন্তর্জাতিক প্ল্যাটফর্মে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারা নিঃসন্দেহে গর্বের বিষয়। বাংলাদেশের জন্য সর্বোচ্চ ভালো স্থানটা আনতে সর্বোচ্চ চেষ্টা করেছি, তবে সকল প্রতিযোগী এবং প্রতিযোগিতা পর্যবেক্ষণ করে এটা বলতে পারি যে, টিম অ্যাটলাস চ্যাম্পিয়নশিপ আনার মতো শক্তিশালী টিম ছিল। আমাদের এর আগের বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল তাই বলে। পরবর্তী সময়ে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব যেন বাংলাদেশের পতাকা সবার উপরে থাকে।’

তিনি আরও বলেন, ‘আমাদের আগে যে দলগুলো ছিল সব ভারতের। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করে আমরা ভারতের পর দ্বিতীয় দেশ হিসেবে ১৩তম অবস্থান অর্জন করেছি।’

বিজ্ঞাপন

রোবোটিক্স চ্যাম্পিয়নশিপে সানী জুবায়ের বলেন, ‘আমরা আমাদের ফলাফল নিয়ে খুশি।’ আগামীতে যুক্তরাষ্ট্রের নাসা কর্তৃক আয়োজিত ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় টিম অ্যাটলাস অংশ নেবে বলেও জানান তিনি।

গত কয়েকবছর ধরে রোবটিক্সের বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছে ‘টিম অ্যাটলাস’। দলটি এর আগেও আন্তর্জাতিক বিভিন্ন রোবটিক্স প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে যোগ দেয়। টিম অ্যাটলাস আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে পুরস্কার পাওয়ার সুবাদে বিশ্ব পরিসরেও পরিচিতি লাভ করেছে।

উল্লেখ্য, এর আগে আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে প্রথম স্থান, মেক্সেলারেশন প্রতিযোগিতায় প্রথম স্থান, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আয়োজিত টেকনিভ্যাল ২০১৮-তে চ্যাম্পিয়ন এবং ন্যাশনাল রোবটিক ফেস্টিভাল ২০১৭-তে চ্যাম্পিয়ন হয় দলটি।

বাংলাদেশ রোবোটিক্স রোবোটিক্স চ্যাম্পিয়নশিপ

বিজ্ঞাপন

বিয়ে করেছেন সংগীতশিল্পী পড়শী
১২ জানুয়ারি ২০২৫ ১৭:০৬

আরো

সম্পর্কিত খবর