Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২১ এ পা গুগলের


২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৯ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৫১

১৯৯৮ সালের আজকের এই দিনে প্রযুক্তি দুনিয়ায় আনুষ্ঠানিকভাবে পা রেখেছিল টেক জায়ান্ট গুগল। ২১ বছর ধরে হাজারো প্রশ্ন ও ধাঁধার উত্তর মিলিয়ে এখনও আস্থা ধরে রেখেছে এই সার্চ ইঞ্জিনটি।

জন্মদিন উপলক্ষে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) প্রকাশিত হয়েছে বিশেষ ডুডল। ডুডলের ছবিতে থাকছে ’৯৮ ৯ ২৭ জন্মতারিখ উল্লেখ করে সে সময়কার কম্পিউটার।

স্টেনফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি শিক্ষার্থী থাকাকালীন ল্যারি পেজ ও সের্গেই ব্রিনের হাত ধরে গুগল যাত্রা শুরু করে। এরপর গুগলে ধীরে ধীরে যুক্ত হয়েছে ম্যাপ, মেইল সার্ভিস, ক্লাউড, ইউটিউব, অ্যান্ড্রয়েডসহ অন্যান্য প্রযুক্তিসেবা।

৩০৯ বিলিয়ন ডলার আর্থিক মূল্যে গুগল বর্তমানে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি ব্র্যান্ড। গুগলের হেডকোয়ার্টার ক্যালিফোর্নিয়ার সিলিকন ভ্যালিতে। যেটি গুগলপ্লেক্সা নামে পরিচিত। বর্তমানে গুগলের সিইও সুন্দর পিচাই।

গুগলের প্রতিষ্ঠা ৪ সেপ্টেম্বর হলেও ২০০৬ সাল থেকে ২৭ সেপ্টেম্বর গুগলের জন্মদিন পালন করা হয়।

তথ্যসমূহ মানিকন্ট্রোল ওয়েবসাইট থেকে নেওয়া।

গুগল গুগল ডুডল জন্মদিন

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর