Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প পরিবেশের জন্য আত্মঘাতী: টিআইবি


২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:০৩

ঢাকা: বিশ্বের বিভিন্ন দেশ যখন কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প থেকে সরে আসছে তখন বাংলাদেশ নতুনভাবে এ প্রকল্পে নিজেদের জড়িয়ে ফেলছে। এ সিদ্ধান্ত দেশের পরিবেশের জন্য আত্মঘাতী হবে বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

তিনি বলেন, ‘যেসব দেশ আমাদের দেশে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে অর্থ ব্যয় করছে তারা নিজেদের দেশ থেকে সরে এসেছে। অথচ দেশের কয়লাভিত্তিক জ্বালানির ব্যাপক বিস্তার পরিবেশের জন্য আত্মঘাতী। এর ফলে অকাল মৃত্যুসহ বহুমুখি স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছে।’

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘প্রতীকী অবস্থান ধর্মঘটে’ টিআইবির নির্বাহী এ সব কথা বলেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘বাংলাদেশ সরকার বিদ্যুৎ খাতে মহাপরিকল্পনার যে খসড়া করেছেন সেখানে আগামী ২০৪১ সালের মধ্যে কয়লাভিত্তিক ২০টি বিদ্যুৎ কেন্দ্র করবে। এ প্রকল্পের মাধ্যমে শুধু কয়লা পুড়িয়ে ৩০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায়। অথচ গ্রিন পিসের তথ্যমতে, শুধু মাতারবাড়িতে এক হাজার ৩০০ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে পরবর্তী ৩০ বছরে ওই এলাকায় ১৪ হাজার মানুষের অকাল মৃত্যু হবে।’

তিনি বলেন, ‘বিশ্বের এখনো যেসব দেশ জলবায়ু পরিবর্তনের সঙ্গে জড়িত তারা সেখান থেকে সরে আসবেন। যারা পরিবেশের ক্ষতি করেছেন তারা ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ দেবে বলে আমরা বিশ্বাস করি।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যত প্রজন্মের প্রতি যদি নূন্যতম দায়বদ্ধতা থাকে তাহলে কোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করতে পারে না।’

বিজ্ঞাপন

এ সময় তিনি বিশ্বের সব দেশকে এ প্রকল্প থেকে সরে আসার আহ্বান জানান।

কয়লাভিত্তিক প্রকল্প টপ নিউজ টিআইবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর