Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গার মৃত্যু


২৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৫

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তারা হলেন,  দিল আহমদ (২২) ও দুস্ত মোহাম্মদ (১৯)। তাদের বাড়ি মিয়ানমারের আকিয়াব জেলার মংডু শহরের বুড়া সিকদারপাড়া গ্রামে। পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে ৭০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি অস্ত্র ও ধারালো কিরিস উদ্ধার করা হয়।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার হ্নীলা ইউপির নাফ নদীর জালিয়াপাড়া পয়েন্টে এই ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। একথা নিশ্চিত করেছেন টেকনাফ-২ এর বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান।

বিজ্ঞাপন

লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, নাফ নদীর মোহনা দিয়ে একটি ইয়াবার চালান আসছে এমন সংবাদে অভিযানে যায় বিজিবি। এসময় পাচারকারী বিজিবিকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে এসব মাদক ও দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয়।

এছাড়া ‘বন্দুকযুদ্ধে’ ৩ বিজিবি সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।

টপ নিউজ বন্দুকযুদ্ধ

বিজ্ঞাপন

টানা সাতে জয়ে দুর্বার মোহামেডান
১০ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

আরো

সম্পর্কিত খবর