Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অক্টোবরকে ‘সেবা মাস’ ঘোষণা করে লায়ন্সের কর্মসূচি


২৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:১১ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:৪৭

চট্টগ্রাম ব্যুরো: অক্টোবর মাসকে ‘সেবা মাস’ হিসেবে ঘোষণা দিয়েছে লায়ন্স ক্লাব। মাসজুড়ে সংগঠনের পক্ষ থেকে ৯১টি ক্লাবের পক্ষ থেকে দুঃস্থ মানুষের সেবার বিভিন্ন কর্মসূচি পালনেরও ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর জামালখানে ‘চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে’ সংবাদ সম্মেলনে এসব ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লায়ন্সের (৩১৫ বি-৪) জেলা গভর্নর কামরুন মালেক জানান, ২৮ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে সেবা মাসের উদ্বোধন করা হবে। এরপর ১ অক্টোবর থেকে ৩১ তারিখ পর্যন্ত চলবে দেশজুড়ে বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে সেবা কার্যক্রম। ৯১টি ক্লাবের মাধ্যমে ২৭০০ সদস্য এতে যুক্ত থাকবেন বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

কামরুন মালেক বলেন, “আমি ২০১৯-২০২০ সেবাবর্ষ হিসেবে ঘোষণা করেছি। এ সেবাবর্ষে আমার ডাক ‘হাসির তরে সেবা’।”

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন লায়ন্সের প্রেস কনফারেন্স কমিটির চেয়ারম্যান শাহেদুল ইসলাম চৌধুরী ও সঞ্চালনা করেন সেক্রেটারি হাসান আকবর। এসময় অন্যান্যের মধ্যে ভাইস গভর্নর সুকান্ত ভট্টাচার্য, আল সাদাত দোভাষ, লায়ন নাসিরুদ্দীন চৌধুরী, চিফ কো-অর্ডিনেটর মনজুর আলম মনজু, পি আর সিনহা, শ্রী প্রকাশ বিশ্বাস, মোস্তাক হোসাইন, রুপম কিশোর বড়ুয়া উপস্থিত ছিলেন।

অক্টোবর লায়ন্স ক্লাব সেবা মাস