Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বজুড়ে চলমান জলবায়ু আন্দোলনে একাত্মতা ফুলকির শিক্ষার্থীদের


২৬ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৫৪ | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:০১

চট্টগ্রাম ব্যুরো: বিশ্বব্যাপী চলমান জলবায়ু আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে রাজপথে দাঁড়িয়েছিলেন চট্টগ্রামের ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান ‘ফুলকি সহজপাঠ’ বিদ্যালয়ের শ’খানেক কোমলমতি শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত নগরীর নন্দনকাননে বিদ্যালয়ের সামনে শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়ান।

জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশ দূষণ মোকাবেলার দাবিতে নানা স্লোগান লেখা প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল শিক্ষার্থীদের হাতে হাতে। ‘আমার মাটি, আমার মা/ দূষণ হতে দেব না’, ‘বন বাঁচাও, জীবন বাঁচাও/ পৃথিবী একটাই, তাকে রক্ষা করো’, ‘শতবর্ষী বৃক্ষ মেরে কতবছর বাঁচবে তুমি ?’ এমন নানা হৃদয়গ্রাহী মন্তব্য আর স্লোগানে স্লোগানে শিক্ষার্থীরা জানান পরিবেশ রক্ষার আকুতি।

ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের অধ্যক্ষ শীলা মোমেনসহ প্রতিষ্ঠানের শিক্ষকরাও এতে অংশ নেন।

শীলা মোমেন বলেন, ‘জলবায়ু সম্মেলনকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নিতে বিশ্ব নেতাদের উপর চাপ সৃষ্টির জন্য সারাবিশ্বে আন্দোলন চলছে। ফসিল ফুয়েল ও কার্বন নিঃসরণ বন্ধসহ অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে বিশ্বনেতাদের বাধ্য করতে গ্রেটা থুনবার্গ নেতৃত্বে সারা বিশ্বে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ২০-২৭ সেপ্টেম্বর জলবায়ু স্ট্রাইকের ডাক দিয়েছে। গত শুক্রবার থেকে লাখ লাখ শিক্ষার্থী বিশ্বজুড়ে এই আন্দোলনে যোগ দিয়েছে। চলমান স্ট্রাইকে ফুলকির শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করেছে। আমরাও চাই পৃথিবী বাঁচাতে এবং জলবায়ু ঠিক করতে কঠিন নীতিমালা হোক।’

বিজ্ঞাপন

আন্দোলন জলবায়ু পরিবর্তন ফুলকি সহজপাঠ’ বিদ্যালয়

বিজ্ঞাপন

‘আরও কঠিন পথ পারি দিতে হবে’
৯ জানুয়ারি ২০২৫ ২২:৫৬

আরো

সম্পর্কিত খবর